জায়মা–জুবাইদা নামে ডজনের বেশি ফেসবুক পেজ ভুয়া

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি থাকায় তার শারীরিক অবস্থাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একাধিক ভুয়া ফেসবুক পেজে বিভ্রান্তিমূলক তথ্যও প্রচার হচ্ছে।

সম্প্রতি Zaima Rahman এবং *Dr. Zubaida Rahman—এমন নামের কয়েকটি পেজ থেকে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে পোস্ট দেওয়া হয়, যার মধ্যে কিছুতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মন্তব্যও করা হয়েছে। কিন্তু ২০২৫ সালের ৫ জুন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়ে দেন—জায়মা রহমান ও ডা. জুবাইদা রহমানের কোনো ফেসবুক আইডি নেই।

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা

ফ্যাক্ট-চেক করে দেখা গেছে, ‘জায়মা রহমান’ নামে অন্তত ১২০টি পেজ এবং ‘ডা. জুবাইদা রহমান’ নামে ১৫টির বেশি পেজ পরিচালিত হচ্ছে বাংলাদেশ থেকে। এসব পেজে নিয়মিত বিএনপির প্রচারমূলক কন্টেন্ট প্রকাশ করা হলেও এগুলোর কোনোটি আসল নয়।

* Zaima Rahman নামের একটি পেজ (ফলোয়ার ২.৯২ লাখ) ২০১৮ সালে খোলা হয় এবং পেজটি পুরোপুরি বাংলাদেশ থেকে পরিচালিত।

আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী

* আরেকটি Zaima Rahman পেজ (ফলোয়ার ১.৫৯ লাখ) ২০১৪ সালে খোলা হয়ে ৭ বার নাম পরিবর্তন করেছে; একসময় এর নাম ছিল জাতীয়তাবাদী ছাত্রদল তৃণমূল।

* নতুন খোলা Zaima Rahman পেজ (ফলোয়ার ২৭ হাজার) রাজনৈতিক লাইভের পর তৈরি হয়েছে।

একইভাবে Dr. Zubaida Rahman নামের বেশ কয়েকটি পেজে বিএনপি–সংশ্লিষ্ট কনটেন্ট নিয়মিত পোস্ট করা হচ্ছে। তবে এগুলোর কোনোটিই লন্ডনে থাকা জুবাইদা রহমান বা জায়মা রহমানের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

বিএনপি সূত্র জানিয়েছে, এখনো তাদের কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। ভবিষ্যতে জায়মা রহমানের একটি ভেরিফায়েড অফিসিয়াল অ্যাকাউন্ট চালু হতে পারে।