নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আব্দুল্লাহ আল ফয়সাল স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) শহরের অরবিট রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, আমি সদর উপজেলার মহিষেরশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে দেশের বিভিন্ন ব্যাংকে চাকুরি করেছি। জুলাই-আগস্টে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হয়েছে। তখন থেকে এনসিপি এক নতুন বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। আর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যায়ে নরসিংদী-১ (সদর) আসনে এনসিপির সংসদ সদস্য প্রার্থী হতে ইচ্ছা পোষন করছি। মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় তিনি সড়ক, যোগাযোগ ও স্মার্ট ট্রাফিক
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
সদর উপজেলার সব রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার ও ডিজিটাল ডাটাবেস, স্থায়ী রোড মেইনটেন্যান্স টিম গঠন, গুরুত্বপূর্ণ মোড়ে স্মার্ট ট্রাফিক সিগন্যাল, নির্দিষ্ট বাসস্টপ, জেব্রা ক্রসিং ও আধুনিক ফুটপাত, পাবলিক বৈদ্যুতিক বাস ও বৈদ্যুতিক অটোরিকশা চালু, ঢাকার সাথে মেট্রো/দ্রুত রেল সংযোগ বাস্তবায়ন, শিল্পকারখানায় বাধ্যতামূলক ETP বাস্তবায়ন এবং নরসিংদী সদরে একটি আধুনিক কেন্দ্রীয় (Central) ETP স্থাপন, আর্সেনিকমুক্ত নিরাপদ পানির শতভাগ নিশ্চয়তা, নতুন বাণিজ্যিক ভবনে বাধ্যতামূলক রুফটপ সোলার, বর্জ্য পৃথকীকরণ ও রিসাইক্লিং ব্যবস্থা, ৭০% ভবনে সৌরশক্তি ব্যবহার নিশ্চিতকরণ, কৃষি, বাজার ও অর্থনীতি, সার ও আধুনিক কৃষি সহায়তা, কৃষকদের জন্য সহজ কৃষিঋণ ও বীমা সুবিধা,
আধুনিক কোল্ড স্টোরেজ ও কৃষিপণ্যের পাইকারি বাজার,শিক্ষা ও যুব উন্নয়ন, সব স্কুল-মাদ্রাসায় স্মার্ট ক্লাসরুম, ইংরেজি, আরবি, ম্যান্ডারিন ভাষা ক্লাব, যুব প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, মাদক সরবরাহ চেইন সম্পূর্ণ নির্মূল, ৫ বছরের মধ্যে ১০ হাজার যুব কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও সামাজিক সেবা, সদর হাসপাতালের আধুনিকীকরণ,নওয়ার্ডভিত্তিক মোবাইল স্বাস্থ্য ক্লিনিক, ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড চালু, টেলি-মেডিসিন ও অনলাইন চিকিৎসা সেবা, নিরাপত্তা ও সুশাসন, সন্ত্রাস, মাদক ও ভূমিদস্যুতা নির্মূলে কঠোর অভিযান সেফ নরসিংদী সদর নামক কমিউনিটি পুলিশিং, সব নাগরিক সেবা ও ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন, CCTV ও স্মার্ট পুলিশিং ব্যবস্থা, আবাসন ও শিল্প ব্যবস্থাপনা, পরিকল্পিত আবাসিক ও শিল্প জোনিং, মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন, পরিবেশবান্ধব ক্ষুদ্র ও মাঝারি শিল্প এলাকা,
স্বচ্ছ PPP বিনিয়োগ ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার, নিত্যপণ্যের ডিজিটাল মূল্য ড্যাশবোর্ড, ফেয়ার প্রাইস আউটলেট চালু, মজুদদারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত অভিযানের মাধ্যমে নাগরিক অভিযোগের দ্রুত নিষ্পত্তি করণের মাধ্যমে নরসিংদী সদর আমার জন্মভূমি, আমার পরিচয় সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেন। তিনি আরও বলেন, আমি চাই আগামী ৫ বছরে নরসিংদী সদর হোক একটি ট্রাফিকমুক্ত, দূষণমুক্ত, নিরাপদ ও কর্মসংস্থানসমৃদ্ধ আধুনিক স্মার্ট নগর। এই ভিশন শুধুই প্রতিশ্রুতি নয়—এটি বাস্তবায়নই আমার লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আক্তার হোসেন সোহেল, নরসিংদী জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, সদরের প্রধান সমন্বয়কারী নুর হোসাইন, ছাত্রশক্তির নেতা মাহমুদুল হাসান রাকিব ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





