সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী

সরকারি অভ্যন্তরীণ বিষয়ভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মচারীদের ভাতা দ্বিগুণ করেছে সরকার। পাশাপাশি প্রশিক্ষকদের সম্মানীও বাড়ানো হয়েছে সর্বোচ্চ ১,১০০ টাকা পর্যন্ত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার।
প্রজ্ঞাপন অনুযায়ী, তৃতীয় গ্রেড তথা যুগ্ম সচিব ও তার উপরের স্তরের কর্মকর্তারা প্রতি ঘণ্টার প্রশিক্ষণ সেশনে ৩,৬০০ টাকা প্রশিক্ষণ সম্মানী পাবেন, যা আগে ছিল ২,৫০০ টাকা। চতুর্থ ও পঞ্চম গ্রেডের (উপসচিব ও তার নিচে) কর্মকর্তারা প্রতি ঘণ্টায় ৩,০০০ টাকা সম্মানী পাবেন, যা আগে ছিল ২,০০০ টাকা।
আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল
প্রশিক্ষণার্থীদের দৈনিক ভাতা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে: গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ১,২০০ টাকা ভাতা পাবেন (পূর্বে ছিল ৬০০ টাকা)। গ্রেড-১০ ও তার নিচের কর্মচারীরা পাবেন প্রতিদিন ১,০০০ টাকা (পূর্বে ছিল ৫০০ টাকা)।
এছাড়া কোর্স সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্বে থাকা কর্মকর্তাদের সম্মানীও বাড়ানো হয়েছে: কোর্স পরিচালকের সম্মানী: ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা, কোর্স সমন্বয়কের সম্মানী: ১,২০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা, সহায়ক (সাপোর্ট) স্টাফদের সম্মানী: ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
প্রজ্ঞাপনে উল্লেখিত শর্তাবলি: ১. নতুন এই হার কেবল নিজ নিজ মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের কর্মীদের জন্য প্রযোজ্য। ২. সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমে এই হার প্রযোজ্য হবে না। ৩. প্রশিক্ষণ যদি দিনব্যাপী না হয়, তাহলে দুপুরের খাবারের খরচ অনুমোদনযোগ্য নয়। ৪. প্রকল্পভিত্তিক প্রশিক্ষণ এই হার আওতায় পড়বে না। ৫. ‘গ্রেড’ বলতে বোঝাবে মূল বা সাবস্টেনটেটিভ গ্রেড। ৬. নতুন এ হার প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই কার্যকর হবে।
সরকারি কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব বাড়তে থাকায় এ ধরনের প্রণোদনামূলক পদক্ষেপ প্রশিক্ষণের মান ও আগ্রহ বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।