৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

Sanchoy Biswas
আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:০৯ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট চেকপোস্ট এলাকায় ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ৪০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ মো. ইসমাইল হোসেন (৩৭) নামে সাময়িক বরখাস্ত এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলাঘাট চেকপোস্ট এলাকায় অভিযান চালায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। অভিযানের সময় চেকপোস্টে একটি সন্দেহজনক প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে গাড়িটি আটক করে এবং তল্লাশির মাধ্যমে গাড়ির ভেতর থেকে ভারতীয় ৪০ কেজি গাঁজা উদ্ধার করে।

আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ইসমাইল হোসেন রংপুর জেলার মিঠাপুকুর থানার মুরাড়িপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বরখাস্তকৃত পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।

এসময় তার কাছ থেকে যে মালামালগুলো জব্দ করা হয়েছে তা হলো, ভারতীয় গাঁজা: ৪০ কেজি (বাজারমূল্য আনুমানিক ১,৪০,০০০ টাকা), প্রাইভেটকার: ১টি (বাজারমূল্য আনুমানিক ১৫,০০,০০০ টাকা), মোবাইল ফোন: ২টি (বাজারমূল্য আনুমানিক ২২,০০০ টাকা) ,নগদ অর্থ: ১১,০০০ টাকা।

আরও পড়ুন: বাউফল থানার আসামীর আত্মহত্যার চেষ্টা

সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১৬ লাখ ৬২ হাজার টাকা।

পরবর্তীতে আটক আসামি এবং জব্দকৃত মালামাল লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।