শহীদ জিয়ার মাজারে ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৫ | আপডেট: ৫:০১ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজার কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে এই কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি মাজার এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল

এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাৎ হোসেন ও রুবেল আমিন প্রমুখ।

এছাড়াও অংশ নেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ মিসবাহসহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

সংগঠনের নেতারা বলেন, “আমরা বিশ্বাস করি, শহীদ জিয়াউর রহমানের আদর্শিক স্থানকে পরিচ্ছন্ন ও সম্মানজনকভাবে রক্ষা করাও একটি রাজনৈতিক দায়িত্ব।”