মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন নিহত পাইলট তৌকির

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। মাত্র ছয় মাস আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন এই তরুণ। বিয়ের পর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ভবিষ্যতের পথে, কিন্তু ভয়াবহ এক দুর্ঘটনায় সবকিছু থেমে গেল অকস্মাৎ।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন। এ সময় বিমানটির পাইলট তৌকির ইসলাম গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।
আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
তৌকিরের মেজ চাচা মতিউর রহমান বলেন, "সাগরের বিয়েটা মাত্র ছয় মাস আগে হয়েছে। এখনও কোনো সন্তান হয়নি। সে সম্প্রতি রাজশাহীতে এসেছিল পরিবার দেখতে। আজ দুপুরে হঠাৎ তার মৃত্যুর খবর পেলাম।"
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পৌঁছানোর পর রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরে অবস্থিত তৌকিরের পারিবারিক বাসায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে পুরো পরিবেশ।
আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী
প্রসঙ্গত, দুর্ঘটনার পর থেকে সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে উদ্ধার কাজ চালানো হয় এবং আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো জাতি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।