এইচএসসির স্থগিত হওয়া ২ পরীক্ষা হবে একই দিনে: শিক্ষা উপদেষ্টা

মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো একই দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এই তথ্য জানান।
তিনি বলেন, ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে। কবে এই দুই পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ হবে, তা আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব।
আরও পড়ুন: বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত, চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি দল
এর আগে, ২২ জুলাই (মঙ্গলবার) এবং ২৪ জুলাইয়ের (বৃহস্পতিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে।
রুটিন অনুযায়ী ২২ জুলাইয়ের পরীক্ষাগুলো ছিল, রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র আর ২৪ জুলাইয়ের পরীক্ষাগুলো ছিল, অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে এবং শিক্ষার্থীদের যেন প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক