মাইলস্টোন দুর্ঘটনায় নিহত-আহতদের তালিকা তৈরিতে তদন্ত কমিটি গঠন

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, আহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ধারণ এবং ঠিকানাসহ তালিকা তৈরির জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুলাই) কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বুধবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন।
প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ জুলাই (সোমবার) দুপুর ১টা ১২ মিনিটে দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের অনেকে হতাহত হন। প্রকৃত সংখ্যা নিরূপণ এবং পূর্ণাঙ্গ তালিকা তৈরির লক্ষ্যে একটি কমিটি গঠন করা হলো। এই কমিটি তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
কমিটির সদস্যরা হলেন: সভাপতি: মোহাম্মদ জিয়াউল আলম (অধ্যক্ষ)। সদস্যরা হলেন, মো. মাসুদ আলম (উপাধ্যক্ষ - প্রশাসন), খাদিজা আক্তার (প্রধান শিক্ষিকা), লুৎফুন্নেসা লোপা (কো-অর্ডিনেটর), মনিরুজ্জামান মোল্লা (অভিভাবক), মারুফ বিন জিয়াউর রহমান (শিক্ষার্থী), মো. তাসনিম ভূঁইয়া (শিক্ষার্থী)
এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬৫ জন। চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের অনেকের অবস্থাই এখনও আশঙ্কাজনক। কমিটির এ পদক্ষেপ দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে এবং পরবর্তী সহায়তা কার্যক্রমকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা