নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে বিশেষ পরিকল্পনা জানালেন প্রেস সচিব
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
আরও পড়ুন: জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্ব নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা
তিনি বলেন, “নির্বাচন সামনে। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এরকম একটি মিটিং করেছিলেন। আজকের বৈঠক সেই ধারাবাহিকতার অংশ।”
সভায় সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় (কো-অর্ডিনেশন) বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মার্কিন রাষ্ট্রদূত
প্রেস সচিব আরও জানান, “পুলিশের আইজি বৈঠকে জানিয়েছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে নির্বাচন উপলক্ষ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই অনেক মিস-ইনফরমেশন (ভুল তথ্য) ছড়ানো হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। এজন্য একটি ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠনের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে, যেখানে এসব তথ্য শনাক্ত ও মোকাবিলা করা হবে।”
সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার সার্বিক রূপরেখা এবং অপপ্রচার মোকাবিলায় তথ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।





