মাদকের গডফাদারদের ধরার জন্য সবাই সহযোগিতা করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৪:০৫ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদেরও ধরতে হবে। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। মাদক সবখানে ছড়িয়ে পড়লেও তা নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
সোমবার (২৮ জুলাই) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি এ অভিযোগ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে, এটাকে কীভাবে বন্ধ করা যায়, সেজন্য আমরা কক্সবাজারে একটা উচ্চপর্যায়ের কমিটি গিয়েছিলাম। তাদের অর্জনটা কি সেটা দেখার জন্য। দেখা গেছে, ওখানে যাওয়ার পর কিছুটা সুফল আমরা পেয়েছি। মাদক জব্দের পরিমাণটা অনেক বেড়েছে।
তিনি বলেন, মাদক বহনকারীরা ধরা পড়ছে, কিন্তু গডফাদাররা ধরা পড়ছে না। গডফাদারদের ধরতে না পাড়ার পেছনে আমাদের কিছু সংস্থার দায় রয়েছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না সেটা আমি আপাতত বলতে চাচ্ছি না। অনেক আছে যাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না।
চাঁদাবাজি দমন নিয়ে তিনি বলেন, আমরা গুলশানে চাঁদাবাজদের ধরেছি। এ নিয়ে বড় রিপোর্টও হয়েছে। চাঁদাবাজ যত বড়ই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় নয়।
নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগস্ট থেকে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু হবে, যা পর্যায়ক্রমে নির্বাচনের আগ পর্যন্ত চলবে।
এসপি ও ওসিদের বদলি নিয়ে প্রশ্নে তিনি বলেন, এটা একটি চলমান প্রক্রিয়া, নিয়মিতভাবে পোস্টিং হয়ে থাকে।
নির্বাচনকে সামনে রেখে পরিবর্তন হবে কি না- এ বিষয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছু হবে কি না, সেটা আপনারা সময় হলে দেখতে পারবেন। তবে এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।