নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য উপদেষ্টা
সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড কার্যকর করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং চাকরিচ্যুতির মতো বিষয়গুলো রোধে সরকার কাজ করছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রোববার (৩ আগস্ট) এই কথা জানিয়েছেন।
বিকালে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজবোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ বেশকিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি সাংবাদিকদের চাইলেই যাতে চাকরিচ্যুত করা না যায়, সে বিষয়টি নিয়েও আমরা কাজ করছি।”
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
উপদেষ্টা আরও বলেন, যেসব গণমাধ্যম প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন দেয় না, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয়টিও সরকার দেখবে। এছাড়া সাংবাদিকদের তাদের প্রতিষ্ঠানের মালিকানা বা অংশীদারত্ব দেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে মাঠের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বড় ভূমিকা পালন করেছেন। এজন্য তাদের কল্যাণে সাংবাদিক সংগঠনসহ নিজ নিজ মিডিয়া হাউসগুলোকে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।





