জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি: নয়াপল্টন থেকে বিএনপির বিজয় র‍্যালি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৫০ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী বিজয় র‍্যালির অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৬ আগস্ট) বিকেলে পথসভা শেষে এই র‍্যালি শুরু করেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এর আগে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৬ আগস্ট ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর কেন্দ্রীয় র‍্যালিটি বিকেল ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। এতে ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীদের অংশ নিতে বলা হয়েছে।