বাণিজ্য ও সংস্কৃতি উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন

যুক্তরাষ্ট্র কর্তৃক পাল্টা শুল্ক হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে এবং জুলাইয়ের অনুষ্ঠানমালা সফলভাবে সম্পন্ন করার জন্য সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।
আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি শুভেচ্ছা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অভিনন্দন জানানো হয়েছে কারণ শুল্ক কমানোর ক্ষেত্রে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যার ফলে পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশে নির্ধারিত হয়েছে।
শফিকুল আলম আরও জানান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকেও অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। জুলাইয়ের ৩৬ দিনের পুরো অনুষ্ঠানমালা তিনি নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে, ৫ আগস্টের আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ জনতা উপস্থিত ছিল।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা