জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, বিএনপি উপদেষ্টা ফজলুকে শোকজ
 
                                        জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ করেছে দলটি। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, ফজলুর রহমান ক্রমাগত গণঅভ্যুত্থান ও আত্মদানকারী শহীদদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করছেন। যা দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
আরও পড়ুন: ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ই চায় এনসিপি
নোটিশে আরও উল্লেখ করা হয়, মহিমান্বিত গণঅভ্যুত্থান ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে তার এসব বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এতে দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং বিষয়টি অনেকের কাছে সুপরিকল্পিত চক্রান্তের অংশ বলে মনে হচ্ছে। অভিযোগ রয়েছে, তিনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়েছেন।
দলীয় নোটিশে বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশ’র বেশি নেতাকর্মী এবং ছাত্র-জনতার প্রায় দেড় হাজার মানুষ শহীদ হন। গুরুতর আহত হন ৩০ হাজারেরও বেশি মানুষ। এ ধরনের আত্মত্যাগ ও বীরোচিত ভূমিকা বারবার অমর্যাদা করছেন ফজলুর রহমান।
আরও পড়ুন: শেখ হাসিনার বাসভবন’ হচ্ছে জুলাই জাদুঘর, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
এ পরিস্থিতিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে।





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    