এসবির প্রধান গোলাম রসুলকে গ্রেড-১ পদোন্নতি প্রদান

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:২৪ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মো. গোলাম রসুলকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদে পদোন্নতি দিয়েছে। সোমবার (২৫ আগস্ট ২০২৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের ভিত্তিতে মো. গোলাম রসুল, বিপি-6691010032, বর্তমানে বিশেষ শাখা (এসবি) ঢাকায় অতিরিক্ত আইজি (গ্রেড-২) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পূর্বঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সব দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং শিগগিরই সরকারি গেজেটে প্রকাশিত হবে।

আরও পড়ুন: নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক