নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দুয়েকটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ‘রাষ্ট্রীয় মদদে মানবতাবিরোধী অপরাধের কৌশল উন্মোচন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’।
আরও পড়ুন: পূর্বঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
সালাহউদ্দিন বলেন, “গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, তাদের মধ্যে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। যার ফলে তর্ক-বিতর্ক ও সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। তবে নির্বাচনকে ঘিরে যেন কিছু পক্ষ অযথা ধোঁয়াশা তৈরি করছে।”
তিনি আরও বলেন, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে ও রক্ত দিয়েছে। এখন সেই ভোটাধিকারের পথ সুগম হলেও সেখানে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হলে তা দেশের গণতন্ত্রের জন্য অশুভ হবে।
আরও পড়ুন: নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক
সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনটির নেত্রী সানজিদা ইসলাম। এতে আরও বক্তব্য দেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান, মানবাধিকারকর্মী সারা হোসেন, নূর খান লিটন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, হুম্মাম কাদের চৌধুরী, বিএনপির উপদেষ্টা মাহদী আমিন, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব প্রমুখ।
এ ছাড়া গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর, বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, এবি পার্টির নাসরীন সুলতানা, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়্যেদ আবদুল্লাহ ও এনসিপি নেতা সালেহ উদ্দিন সিফাতও বক্তব্য রাখেন।