৭ সেপ্টেম্বর বাংলাদেশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:১২ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি মাসে মহাকাশপ্রেমীদের জন্য একটি অনন্য আকাশবিস্ময় অপেক্ষা করছে। আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে, যা ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। বাংলাদেশ থেকে এ মহাজাগতিক দৃশ্য দেখা সম্ভব হবে, যদি আকাশ মেঘমুক্ত থাকে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে এবং মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন বিলম্বিত হলে রাজপথে অস্থিরতার আশঙ্কা: মাইকেল কুগেলম্যান

বাংলাদেশ সময় অনুযায়ী, চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮টা ২৮ মিনিটে। তবে খালি চোখে চাঁদের পরিবর্তন খুব একটা বোঝা যাবে না। রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদের একটি অংশ ধীরে ধীরে কালো হতে শুরু করবে। রাত ১০টা ৩০ মিনিটে পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের উপর পড়বে। এ সময় চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না, বরং লালচে বা তামাটে রঙ ধারণ করবে।

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এছাড়া এর পূর্ব-পশ্চিমের কিছু অংশ থেকেও আংশিকভাবে চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয়ান অঞ্চল ও দক্ষিণ আমেরিকার ৯০ ভাগ অঞ্চলে এটি দেখা যাবে না।

আরও পড়ুন: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী

আইএসপিআর বলেছে, আকাশপ্রেমী ও সাধারণ মানুষের জন্য এটি এক অনন্য সুযোগ। শুধু সৌন্দর্য নয়, চাঁদের লাল রঙের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণ করার বিরল সুযোগও মিলবে।