তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সমস্যা থাকলে সমাধান করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের বিষয়ে কোনো জটিলতা থাকলে সরকার তার সমাধান করবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
সাংবাদিকরা জানতে চান, সরকার কি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো প্রক্রিয়া হাতে নেবে কিনা। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “উনি কবে আসবেন সেটার সিদ্ধান্ত সম্পূর্ণ তার। তিনি এই দেশের নাগরিক, যেকোনো সময় দেশে ফিরতে পারেন। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো ঝামেলা থাকে, আমরা সেটার সমাধান করব। তবে দেশে ফেরার সিদ্ধান্ত তাকে নিজেকেই নিতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই। এর মানে দাঁড়াবে আমরা তাকে ডেকে আনছি। সেটা তো আমরা করব না। তবে তিনি দেশে ফিরতে চাইলে তাকে প্রয়োজনীয় সহায়তা অবশ্যই দেওয়া হবে।”
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
তারেক রহমান লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা— এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “আমি জানি না উনি আবেদন করেছেন কিনা। যদি করে থাকেন, তা আমার অগোচরে রয়েছে। তবে তিনি আসতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট, যেটাই প্রয়োজন হবে, সেটা আমরা দিতে পারব।”
এদিকে একই দিনে, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণসহ এই রায় ঘোষণা করা হয়।





