কেরানীগঞ্জে ৩৩ লক্ষ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Sanchoy Biswas
মো. রবিউল আউয়াল, কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৭ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা জেলার কেরানীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ১১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গতকাল ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস দল কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ ইউনুস (৩৩), পিতা একুব আলী হাওলাদার, সাং—বাদলপাড়া, চরামদ্দি, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশালকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি গদাবাগ এলাকার বাপ্পি হাজীর বাড়ি, আড্ডা রেস্টুরেন্ট গলিতে বসবাস করছিলেন বলে জানা যায়।

আরও পড়ুন: দেশ শান্ত থাকলে যাদের মন খারাপ হয় তারাই পিআর চায়: ড. মনিরুজ্জামান

র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই: খোকন

তিনি আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ দমন, মাদকবিরোধী অভিযান ও সমাজবিরোধী কার্যক্রম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিদিনই র‌্যাবের গোপন তথ্যভিত্তিক অভিযান এবং পেশাদারিত্বের ফলে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং চিহ্নিত ব্যবসায়ী গ্রেফতার হচ্ছে।

র‌্যাবের এই ধারাবাহিক সফলতা দেশে মাদকের ভয়াল থাবা প্রতিরোধ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিশেষ অবদান রাখছে।