জনসাধারণের জন্য পুলিশের জরুরী ঘোষনা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৬ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। এ বিষয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে জরুরি একটি পোস্ট দেওয়া হয়।

পোস্টে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে প্রকৃত সন্ধানদাতাদের নির্ধারিত পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন: এই ঘৃণ্য কাজে জড়িতদের বিচারে কঠোর আইনগত ব্যবস্থা: প্রধান উপদেষ্টার কার্যালয়

এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার দেওয়া হবে।

পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধারে এক লাখ টাকা, এসএমজি উদ্ধারে ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা এবং প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী

একই সঙ্গে তথ্যদাতা বা সন্ধান প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে, গত ২৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী একই ধরনের ঘোষণা দিয়েছিলেন।