ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা ফারুকীর পাশে তারেক রহমান

ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম নেতা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাওলানা ফারুকীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিএনপি’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ মাওলানা ফারুকীর হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে তার প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তাও পৌঁছে দেওয়া হয় সংগঠনটির আহবায়ক আতিকুর রহমান রুমনের মাধ্যমে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন কর্মকর্তা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ—মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমী, মুফতি জাবের কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মুফতি জাকির হোসেন কাসেমী, মাওলানা সালেহ আহমদ আজম ও মুফতি এনায়েত উল্লাহ।
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দও সাক্ষাতে উপস্থিত ছিলেন। এ সময় আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেমদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক ও আন্তরিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই আমরা মাওলানা ফারুকীর পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছি।”
উল্লেখ্য, গত ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় রাজনৈতিক প্রতিহিংসার জেরে মাওলানা ফারুকী ১৬টি মিথ্যা মামলায় কারাভোগ করেন। রিমান্ড ও কারাভোগের সময় চিকিৎসাবিহীন অবস্থায় শারীরিক ও মানসিক অত্যাচারের কারণে তার শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে।
ফারুকী ইতোমধ্যে বাংলাদেশের শীর্ষ চিকিৎসকদের পাশাপাশি ভারতের চেন্নাই সিএমসি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেপ্টেম্বরে তার অংশ হিসেবে চীনের গুয়াংজু হাসপাতালে অপারেশনের জন্য নেওয়া হবে। হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবার’ তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।