সাবেক ভূমিমন্ত্রীর সহযোগীদের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য, ২৩ বস্তা আলামত জব্দ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ ও অর্থপাচারের সঙ্গে জড়িত দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যে চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহা এলাকার সিকদার বাড়ি থেকে ২৩ বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। বস্তাগুলোতে বিদেশে সম্পদ অর্জনের নথি, বিল পরিশোধের তথ্য ও বাড়িভাড়া আদায়ের ডকুমেন্টস রয়েছে বলে জানিয়েছে দুদক।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, “রিমান্ডে আমরা জানতে পেরেছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হয়েছিল। আমাদের অভিযানের আগে আলামতগুলো স্থানান্তর করা হয়। পরে একটি ছোট বাসা থেকে আমরা ২৩ বস্তা আলামত জব্দ করি।”

প্রাথমিকভাবে কয়েকটি বস্তা খোলার পর দেখা গেছে—বিদেশে সম্পদ ক্রয়ের পেমেন্ট, ভাড়া আদায়ের রেকর্ড, কোর্টের আদেশসংক্রান্ত কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ নথি রয়েছে। সবগুলো আলামত পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে দুদক।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

এর আগে, ১৭ সেপ্টেম্বর দুদকের টিম অভিযান চালিয়ে উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা হয়। আদালত তাদের ৫ দিনের রিমান্ডে পাঠায়।

মামলায় অভিযোগ করা হয়, নগদ উত্তোলিত টাকা আরামিট গ্রুপের কর্মচারীরা পে অর্ডার ও ভাউচারের মাধ্যমে ইউসিবিএল ব্যাংকের বহদ্দারহাট শাখায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট গ্রুপের হিসাবে জমা করতেন।

অভিযোগ অনুযায়ী, আসামিরা দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধ করেছেন।