ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে তাসনিম জারার ব্যাখ্যা

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে স্বাস্থ্যসেবা নিয়ে বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা বিষয়টি ব্যাখ্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ভিডিওটি নিয়ে কিছু ভুল ধারণা ছড়ানো হয়েছে।
ডা. জারা বলেন, ভিডিওতে শুধু তাকে দেখানো হয়েছে, অন্য দলের রাজনীতিবিদদের উপস্থিতি দেখা যায়নি, যা হয়তো আলাদা করে তুলে ধরার প্রচেষ্টা। তিনি জানিয়েছেন, গতকাল সরকার তাদের তিনটি অফিসিয়াল প্রোগ্রামের শিডিউল দিয়েছিল, যেখানে সকাল ৮টা, দুপুর ১টা ও সন্ধ্যা ৬টায় প্রোগ্রাম ছিল। প্রতিটি প্রোগ্রামের মধ্যে কিছু ঘন্টার অবসর সময় ছিল। তিনি সেই সময়কে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য বিভিন্ন সাইড ইভেন্টে যোগ দেন।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
ডা. জারা বলেন, এক সহকর্মী তাকে জানায় যে, মেডট্রনিক ল্যাবস ও ব্র্যাক বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে একটি আলোচনা আয়োজন করছে। সময়টি তার অবসর সময়ে পড়ায় তিনি অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানান, রাজনীতিতে আসার আগে তার কোম্পানি ‘সহায় হেলথ’ থেকে মেডট্রনিক ল্যাবস ও ব্র্যাকের সঙ্গে পার্টনার হিসেবে কাজ করেছে। সেই পরিচিতি কাজে লাগিয়ে তিনি আমন্ত্রণ পেয়েছিলেন। সরকারের পক্ষ থেকে তাকে সেখানে পাঠানো হয়নি।
তিনি আরও উল্লেখ করেন, কিছু গণমাধ্যমে বলা হয়েছে তিনি প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে ব্লুপ্রিন্ট দিয়েছেন, যা সঠিক নয়। আসলে সেশনের শিরোনাম ‘ব্লুপ্রিন্ট’ ছিল, যেখানে অন্যরা কীনোট দিয়েছেন। তিনি শুধু মেডিকেল ডিভাইস, প্রযুক্তি ও ইনোভেশন নিয়ে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
ডা. জারা বলেন, এটি একমাত্র অনুষ্ঠান নয় যেখানে তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ নিয়ে অংশ নিয়েছেন। প্রতিদিন অবসর সময়কে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং অন্য নেতারাও তাদের মতো বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন।
এই ব্যাখ্যা দিয়ে তিনি ভিডিও সংক্রান্ত বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছেন।