পলাতক সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৩ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট গ্রুপের অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ৮৩ লাখ ৭৬ হাজার ৭৩০ টাকা নগদ অর্থসহ আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট ভারী শিল্প এলাকায় অবস্থিত আরামিট গ্রুপের অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

দুদকের আইনজীবী মোকাররম হোসেন গণমাধ্যমকে জানান, আটক জাহাঙ্গীর আলম দুদকের করা একটি মামলার আসামি। তার কাছ থেকে নগদ অর্থ ছাড়াও বেশ কয়েকটি চেক বইয়ের আসল কপি উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে মোট ১ কোটি ৭৬ লাখ টাকা তোলা হয়েছে। উদ্ধার হওয়া চেকগুলোর আসল কপিতে মন্ত্রীর নিজস্ব স্বাক্ষর রয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানের মালিক বিদেশে থাকাকালে অনুমতি ছাড়াই জাহাঙ্গীর আলম এসব অর্থ উত্তোলন করেছেন।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

দুদক সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলা হয়েছে।

জাহাঙ্গীর আলম দাবি করেছেন, সম্প্রতি দুদকের হাতে গ্রেফতার হওয়া আরামিট পিএলসির দুই এজিএম আবদুল আজিজ ও উৎপল পাল এর আইনি লড়াইয়ের খরচ বহনের জন্যই এ অর্থ উত্তোলন করা হয়েছিল। তবে দুদক মনে করছে, নতুন করে তোলা এই বিপুল অর্থের সঙ্গেও আত্মসাৎ বা পাচারের যোগসূত্র থাকতে পারে।