না ফেরার দেশে চলে গেলেন অধ্যাপক তোফায়েল আহমেদ

স্থানীয় সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিশিষ্ট গবেষক ও প্রশাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তার জামাতা লে. কর্নেল সারোয়ার জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ রাতেই চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান। তিনি স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন সময় সরকার গঠিত একাধিক কমিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০০৬-২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত ‘স্থানীয় সরকার কমিশন’-এর সদস্য ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন অধ্যাপক তোফায়েল। গত বছরের ১৮ নভেম্বর কমিশনটি গঠিত হয় এবং তার নেতৃত্বে সাত সদস্যের ওই দল স্থানীয় সরকারের কাঠামো ও কার্যকারিতা উন্নয়নে সুপারিশ প্রণয়ন করে।
আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত
গত ২০ এপ্রিল কমিশনের দুই খণ্ডের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন অধ্যাপক তোফায়েল আহমেদ।
দেশের স্থানীয় সরকার ব্যবস্থা ও প্রশাসন কাঠামো নিয়ে দীর্ঘ গবেষণা ও নীতিনির্ধারণে অবদানের জন্য তিনি বিশেষজ্ঞ মহলে গভীরভাবে সমাদৃত ছিলেন।