রাষ্ট্রকাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার: ড. আসিফ নজরুল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:০০ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫

আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই ‘সেফ এক্সিট’-এর কথা বলছেন। তবে উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই; বরং ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়াটা এখন সবচেয়ে জরুরি। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভাতে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, রাষ্ট্রের কাঠামো এমনভাবে বিকৃত হয়ে গেছে যে, সাধারণ মানুষ ন্যায়বিচার ও মৌলিক অধিকারের নিশ্চয়তা থেকে বঞ্চিত। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।

আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, আইনজীবী, গবেষক ও নাগরিক সমাজের সদস্যরা।