এহছানুল হক নতুন জনপ্রশাসন সচিব

ছবিঃ সংগৃহীত
চুক্তিভিত্তিক নিয়োজিত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসাবে পদায়ন করা হয়েছে। প্রায় তিন সপ্তাহ শূন্য থাকার পর নতুন জনপ্রশাসন সচিব নিয়োগ দেওয়া হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার সকালে আদেশ জারি করা হয়। তিনি বহুল আলোচিত সচিব মোখলেসুর রহমানের বদলিতে শূন্য পদে যোগদান করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন সচিব নিয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলো ও সরকারের প্রভাবশালী মহল প্রভাব বিস্তার করছিল। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে এই সচিবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা