দুই পুলিশ সুপারকে দুদকের পরিচালক নিয়োগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:১১ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের দুইজন ঊর্ধ্বতন কর্মকতাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের দুদকে পাঠানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।

আরও পড়ুন: আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ–২০২৫ কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রজ্ঞাপনে যেই দুইজনকে বদলি করা হয়েছে তারা হচ্ছেন- পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং একই পদের মো. জাহিদুর রহমান।

আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জুলাই জাতীয় সনদের স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক