জাতীয় সনদ বাস্তবায়নে সুনির্দিষ্ট সুপারিশ ৩১ অক্টোবরের মধ্যে দেবে কমিশন: আলী রীয়াজ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৫৯ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ৩১ অক্টোবরের মধ্যেই “জুলাই জাতীয় সনদ ২০২৫” বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করবে কমিশন। এই লক্ষ্য অর্জনে কমিশন তার সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে “জুলাই জাতীয় সনদ ২০২৫” স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের বাড়ল

অধ্যাপক আলী রীয়াজ জানান, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে নাগরিকদের আশা-আকাঙ্ক্ষা ও সংগ্রামের প্রতিফলনই ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর মাধ্যমে প্রতিফলিত হয়েছে।”

আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকী বলেন, “এই সনদ বাংলাদেশের ভবিষ্যতের প্রতিচ্ছবি। রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছে তা বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক ও ঐতিহাসিক পরিবর্তন আসবে।”

তিনি আরও জানান, “আগামীকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ’ বাংলাদেশের জনগণকে কী দিতে পারে— তা একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারির মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হবে।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী।