বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: ২ প্লাটুন বিজিবি মোতায়েন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:২২ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বিবেচনায় রাজধানীর অন্যান্য স্টেশন থেকেও আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে : বেবিচক

এদিকে অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহায়তায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর দুই প্লাটুন মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম।

অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিতে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে আগুন যাত্রী টার্মিনালে ছড়িয়ে পড়েনি এবং টার্মিনালের কার্যক্রম আপাতত স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: দ্রুত ফ্লাইট চালুর আশ্বাস বিমান উপদেষ্টার

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা না গেলেও নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।