ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল এই বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
সিইসি বলেন, নির্বাচন আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। তপশিল ঘোষণা করতে হলে নির্বাচন থেকে দু’মাস আগে এটি করতে হবে। সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। এই নির্বাচন আগের নির্বাচনের মতো হবে না; এটি সম্পূর্ণ আলাদা একটি নির্বাচন হবে।
তিনি আরও বলেন, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের আইন ও নীতিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে
বরিশাল সার্কিট হাউসের সেমিনার রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।