নরসিংদীতে মেট্রোরেল প্রকল্পের সংযোগ চাইলেন চেম্বার সভাপতি

ঢাকার সাথে নরসিংদীর MRT-1 মেট্রোরেল প্রকল্প সংযোগ চাইলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, সিআইপি ও ব্যবসায়ী নেতা রাশেদুল হাসান রিন্টু।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি তুলে ধরেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৩০
তিনি তার বক্তব্যে বলেন, এমআরটি-১ প্রকল্পটি রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের কাঞ্চন ব্রীজের পশ্চিম পাশ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যদি এই এমআরটি-১ প্রকল্পটি আরও বর্ধিত করে কাঞ্চন ব্রীজের পূর্ব পাশ পর্যন্ত আনা হয়, তাহলে ঢাকার সঙ্গে নরসিংদীর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।
নরসিংদীকে এমআরটি (MRT) মেট্রোরেল প্রকল্পের আওতায় আনতে পারলে শুধু নরসিংদীর ব্যবসা-বাণিজ্য নয়, জাতীয় অর্থনীতিতেও বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, নরসিংদীর উন্নয়নে তরুণদের আরও বেশি অগ্রাধিকার দিতে হবে। তরুণরা কিছু পারবে না—এমন ধারণা থেকে বের হয়ে আসতে হবে।
আরও পড়ুন: রামগঞ্জে জোড়া খুনের রহস্য উদঘাটন: স্বর্ণের লোভে মা-মেয়েকে হত্যা
ছাড়াও তিনি বাণিজ্যিক উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিসহ বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন। পরে জেলা প্রশাসক ব্যবসায়ীদের প্রস্তাবসমূহ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।