অস্ত্র প্রশিক্ষণের ভাইরাল ভিডিওর দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ পুলিশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৫০ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সদর ইউনিয়নের একটি নির্জন স্থানে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা দ্রুত ব্যবস্থা নিয়েছে।

ঢাকা জেলা পুলিশের সহায়তায় একটি চৌকস দল মঙ্গলবার (১৪ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকার একটি বাসা থেকে উক্ত ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী রাসেল হাওলাদার এবং তার সহযোগী সাখাওয়াত ব্যাপারী ও তারেক খানকে গ্রেফতার করে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

পুলিশ জানায়, রাসেল হাওলাদার ১১টি মামলার আসামি। প্রায় এক বছর আগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সে এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদপূর্বক অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অন্যান্য সংশ্লিষ্ট আসামিকে গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার