জাতীয়ভাবে প্রথমবার পালিত হচ্ছে লালন সাঁইয়ের তিরোধান দিবস

জাতীয়ভাবে প্রথমবারের মতো পালিত হলো ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস। এ উপলক্ষে কুষ্টিয়ার ঐতিহাসিক ছেঁউড়িয়ায় লালন একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “লালনের গান শুধুমাত্র সুর নয়, এটি এক উচ্চমাত্রার সংগীতচিন্তা, যেখানে গভীর দার্শনিক, রাজনৈতিক ও মানবিক মূল্যবোধ নিহিত রয়েছে। তাঁর গানে মানবতার যে বাণী রয়েছে, তা আজকের সময়েও সমানভাবে প্রাসঙ্গিক।”
অনুষ্ঠানটি আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষরের পর যা বললেন ড. আসিফ নজরুল
উপদেষ্টা আরও বলেন, “লালনের দর্শন কোনো দলীয় রাজনীতির মধ্যে আবদ্ধ নয়। তিনি মানবতার প্রতীক। তাই এই দিবসটি দলীয় প্রভাবমুক্ত ও রাষ্ট্রীয়ভাবে উদযাপন একটি ঐতিহাসিক পদক্ষেপ।” তিনি জানান, বিশ্বে লালনের গান, দর্শন ও ভাবনার পরিচিতি ছড়িয়ে দিতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।
প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “লালন আমাদের অন্যতম প্রধান দার্শনিক ও ভাবুক। তাঁর জীবন ও দর্শন আজকের সমাজেও প্রাসঙ্গিক। জাতীয় পর্যায়ে প্রথমবার লালন তিরোধান দিবস উদযাপন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য অত্যন্ত গৌরবজনক।”
আরও পড়ুন: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রফিকুল ইসলাম রাসেলের গণসংযোগ
তিনি জানান, এই উপলক্ষে আগামী ১৮ অক্টোবর ঢাকায় একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
বক্তৃতার মুখ্য আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও সাহিত্যিক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, লেখক ও লালন গবেষক ফরহাদ মজহার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ মামুন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
তিন দিনব্যাপী এ আয়োজনে দেশজুড়ে লালন অনুসারী, সাধক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা অংশ নিচ্ছেন। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও লালনের জীবন, দর্শন ও মানবতার বাণীকে স্মরণ ও উদযাপনের লক্ষ্যে এই অনুষ্ঠানটি অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে আয়োজন করা হয়েছে।