জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যতে বাংলাদেশ পরিচালনা করবে: আলী রিয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ জাতীয় দলিল হিসেবে তৈরি হয়েছে এবং এর বাস্তবায়ন দ্রুততার সঙ্গে ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিকনির্দেশনা বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ‘জুলাই সনদ’ রাজনৈতিক ঐক্যের ঐতিহাসিক মাইলফলক: ইইউ রাষ্ট্রদূত
অধ্যাপক আলী রিয়াজ বলেন, “আমাদের স্বপ্ন এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে, সকলের জন্য বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা এবং দিকনির্দেশনা প্রদানের জন্য রাজনৈতিক দলগুলো প্রায় এক বছর ধরে পারস্পরিক আলাপ-আলোচনার মধ্য দিয়ে এই সনদে উপনীত হয়েছে।”
তিনি আরও বলেন, “জাতীয় সনদ কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয়। এটি নাগরিক ও রাষ্ট্রের সঙ্গে একটি সামাজিক চুক্তি। জনগণের সংগ্রাম, তাঁদের কষ্ট এবং প্রচেষ্টা এই সনদে যুক্ত। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন বা আজও কষ্টকর জীবন যাপন করছেন, তাদের অবদান এই সনদকে বাস্তবতা দিয়েছে।”
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনশন, কালো পতাকা মিছিল আজ
আলী রিয়াজ আরও বলেন, “বাংলাদেশে গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে নাগরিকরা যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তা এই সনদে প্রতিফলিত। রাজনীতিতে মতপার্থক্য থাকবেই, কিন্তু স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এটি রাষ্ট্র সংস্কারের জন্য প্রথম পদক্ষেপ।”