দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা
জাতীয় নির্বাচন ও গণভোট শেষে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিনী আকিয়ে আবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকের সময় আকিয়ে আবে নির্বাচনের পর ড. ইউনূসের পরিকল্পনা জানতে চাইলে তিনি তিনটি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।
আরও পড়ুন: স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা
প্রথম উদ্যোগ: ডিজিটাল হেলথকেয়ার উন্নয়ন
ড. ইউনূস জানান, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী—বিশেষত নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর জন্য ডিজিটাল হেলথকেয়ার খাত উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যাতে অনলাইনে পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার তথ্য জানতে পারেন, সে ব্যবস্থাও শক্তিশালী করা হবে।
আরও পড়ুন: ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: অধ্যাপক আলী রীয়াজ
দ্বিতীয় উদ্যোগ: তরুণ উদ্যোক্তা গঠন
তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে চলমান কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনাও জানান তিনি।
তৃতীয় উদ্যোগ: থ্রি-জিরো মিশন
থ্রি-জিরো—অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিঃসরণ—অর্জনে তার বৈশ্বিক কর্মসূচি আরও বিস্তারের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
উপ-প্রেস সচিব আরও জানান, ড. ইউনূস ও প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে ব্যক্তিগত ও পেশাগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে সেই সম্পর্কের বিভিন্ন স্মৃতি স্মরণ করেন প্রধান উপদেষ্টা।
এ ছাড়া মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। ওশিয়ান রিসার্চকেন্দ্রিক এই ফাউন্ডেশনের আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে গবেষণা সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করবেন তিনি।





