চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। নয়তলা ভবনটিতে প্রায় ৫০০ শ্রমিক কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
আরও পড়ুন: ট্রান্সফরমার বিস্ফোরণে চট্টগ্রামে আবাসিক ভবনে আগুন
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন মূলত সাত তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় লেগেছে। এ পর্যন্ত ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, এটি একটি তোয়ালে উৎপাদন কারখানা। পাশাপাশি বিমান বাহিনী ও নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে সহায়তা প্রদান করছে।
আরও পড়ুন: মিরপুরের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬, উদ্ধার অভিযান চলমান
কারখানার শ্রমিকদের নিরাপদে সরানোর পাশাপাশি ভবনের ক্ষয়ক্ষতি কমাতে তৎপরতা অব্যাহত রয়েছে।