গ্রাহকের ব্যক্তিগত সিম সংখ্যা সর্বোচ্চ ১০-এ নামানোর নির্দেশনা

ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, আগামী ৩০ অক্টোবরের পর এক ব্যক্তি বা জাতীয় পরিচয়পত্র (NID) নম্বরের বিপরীতে ১৫টির বেশি সিম থাকার ক্ষেত্রে অতিরিক্ত সিম বাতিল করা হবে।
বিটিআরসি এর পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে টিভি চ্যানেলে স্ক্রল সংবাদ আকারে এ সংক্রান্ত তথ্য প্রচার করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের এক NID এর বিপরীতে ১০টির বেশি সিম রয়েছে, তারা অতিরিক্ত সিম ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে বাতিল করবেন।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুক
বিস্তারিত তথ্য জানতে গ্রাহকরা *16001# ডায়াল করতে পারবেন।
বিটিআরসি আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং ন্যূনতম প্রয়োজনীয় সিমের ব্যবহার নিশ্চিত হবে।
আরও পড়ুন: নতুন ইতিহাস গড়ল স্পেসএক্সের স্টারশিপ