ঢাবিতে পরিবহন সেবায় বড় পরিবর্তন আসছে

লাইভ বাস ট্র্যাকিং অ্যাপ, রিকশা নিয়ন্ত্রণ ও নতুন রুট চালুর উদ্যোগ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:০২ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় আধুনিকায়ন ও সেবা উন্নয়নে ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে ডাকসু। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানিয়েছেন, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের পথে রয়েছে।

মঙ্গলবার (১৪ ই অক্টোবর) সকালে বাস চালকদের জন্য লাইভ বাস ট্র্যাকিং অ্যাপ ব্যবহারে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অ্যাপ ব্যবহারের নিয়ম-কানুন ও ফিচার সম্পর্কে চালকদের বিস্তারিত ধারণা দেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার সরাসরি ট্রায়াল পরিচালনা করা হবে এবং রবিবার থেকে শিক্ষার্থীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন, জানিয়েছেন আসিফ।

আরও পড়ুন: ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু

এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, পরিবহন ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গ্রীন ফিউচার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ক্যাম্পাসের রিকশা চলাচল নিয়ন্ত্রণে আগ্রহী চালকদের তালিকা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে নির্দিষ্ট পোশাক ও ভাড়ার তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাবির বাসে লাইভ ট্র্যাকিং: কার্যকারিতা যাচাই করলো ডাকসু

পূজার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সব বাসের সমস্যা পর্যালোচনা ও সমাধান করা হয়েছে। বাস কমিটির সদস্যরা বিষয়গুলো তদারকি করে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

এছাড়া গতকাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশার সভাপতিত্বে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক, সংশ্লিষ্ট সদস্য ও বিশ্ববিদ্যালয় পরিবহন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পরিবহন ব্যবস্থা উন্নয়নে বেশ কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য—

*প্রতিটি রুটে সন্ধ্যায় ট্রিপ চালু করা

*বাস ডিপো বিকেন্দ্রীকরণ করে মানোন্নয়ন

*দীর্ঘদিন বন্ধ থাকা নতুন বাস ক্রয় কার্যক্রম পুনরায় শুরু, বিশেষত নারী শিক্ষার্থীদের হলের জন্য

*বন্ধের দিন অন্তত একটি আপ-ডাউন ট্রিপ চালু রাখা

*বসন্ত ও শ্রাবণ রুটের সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা

*ক্ষণিকা রুটের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি করার উদ্যোগ

*ক্যাম্পাস থেকে কুমিল্লা ও ভাঙ্গা পর্যন্ত নতুন রুট চালুর সম্ভাবনা যাচাই

*বাস চালকদের ডোপ টেস্টের আওতায় আনা

পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, “দীর্ঘদিনের জটিল সমস্যাগুলো একদিনে সমাধান সম্ভব নয়। তবু সীমিত বাজেট ও প্রশাসনিক জটিলতার মধ্যেও আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এই প্রচেষ্টায় সবার সহযোগিতা কামনা করছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ডাকসু পরিবহন বিভাগের এই উদ্যোগগুলো শিক্ষার্থীদের সেবায় নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে।