সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বেলা ১টা পর্যন্ত ত্রুটি মেরামত সম্ভব হয়নি বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, প্রায় এক হাজার যাত্রী নিয়ে কালনী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে পড়ে। ইতোমধ্যে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
আরও পড়ুন: কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ট্রেন পরিচালনায় রেলওয়ের ১৪ দফা নির্দেশনা
তিনি বলেন, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত বা পরিবর্তন করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
এদিকে, ইঞ্জিন বিকলের কারণে ট্রেনটি হঠাৎ থেমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন প্রায় এক হাজার যাত্রী। শিশু, নারী ও বৃদ্ধদের ভোগান্তি আরও বেড়েছে বলে জানাচ্ছেন তারা।





