জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে ঈশ্বরগঞ্জে ‘স্কুল ফিডিং কর্মসূচি’ অনুষ্ঠিত

Sanchoy Biswas
মাহমুদুল হক শুভ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলার সৈয়দ বাকুরী এতিমখানা এবং শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের ডিম, দুধসহ প্রাণিজ আমিষসমৃদ্ধ খাদ্য সরবরাহ করা হয়। এতে তারা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এমন উদ্যোগ নিয়মিত হলে তাদের শারীরিক বৃদ্ধি ও পড়াশোনায় মনোযোগ আরও বাড়বে।

আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহাবুবুল আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ জান্নাতুল মাওয়া, শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা ইয়াসমিনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষিকাগণ।

ডাঃ মোঃ মাহাবুবুল আলম বলেন, “শিশুদের সুস্বাস্থ্য ও মেধার বিকাশে প্রোটিন এবং ক্যালসিয়াম অপরিহার্য। এ কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুষ্টির গুরুত্ব তুলে ধরতে চাই।”

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

তিনি আরও জানান, দেশে উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে অগ্রগতি হওয়ায় প্রাণিজ খাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছে।

এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, প্রাণিজ খাদ্য নিয়মিত গ্রহণ করলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং পুষ্টিহীনতা কমে। তাই এমন কর্মসূচি আরও ঘন ঘন আয়োজন করার দাবি জানান তারা।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ভবিষ্যতেও শিশুদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।