সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ৬৪ বোতল বিদেশী মদ উদ্ধার

Sadek Ali
নেত্রকোনা প্রতিনিধি, হৃদয় রায় সজীব
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:১০ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৬৪ বোতল বিদেশেী জব্দ করেছে বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়নের সদস্যরা। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ বোতল ব্লেন্ডারস প্রাইস, ২৬ বোতল আইস ভদকা ও ২৮ বোতল এমসি ডোয়েলস ব্র্যান্ডের ভারতীয় মদ।

‎বুধবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে প্রেরিত পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

আরও পড়ুন: মিথ্যা মামলা প্রমাণিত হওয়ায় বাদীর কারাদণ্ড ও অর্থদণ্ড

‎৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ বুধবার ভোর পৌনে ৬টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনার ব্যাটালিয়নের অধীনস্থ কলমাকান্দা উপজেলার কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে কচুগড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮০ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশে অভ্যন্তরে খারনৈ  ইউনিয়নের বনবেড়া নাম এলাকা থেকে মালিকবিহীন ২০ বোতল আইস ভদকা ও ২৮ বোতল এমসি ডোয়েলস ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে টহল দলটি।

‎তিনি আরো জানান, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমান ১২টার দিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় চারুয়াপাড়া বিওপি’র ছয় সদস্যের আরেকটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপুর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৪৩ এমপি হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদশের অভ্যন্তরে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া নামক এলাকা থেকে ১০ বোতল ব্লেন্ডারস প্রাইস ও ৬ বোতল আইস ভদকা ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা।

আরও পড়ুন: পিআর পদ্ধতির দাবিতে জামায়াতের মানববন্ধন

‎বিভিন্ন ব্র্যান্ডের জব্দকৃত ৬৪ বোতল ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা প্রদান করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।