পিআর পদ্ধতির দাবিতে জামায়াতের মানববন্ধন

Sadek Ali
গর্বিতা রানী, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:০০ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে জেলা শহরের বাতেনখাঁ মোড়, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে একযোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।

আরও পড়ুন: মিথ্যা মামলা প্রমাণিত হওয়ায় বাদীর কারাদণ্ড ও অর্থদণ্ড

মানববন্ধনে জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওঃ আবু বকর প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ও সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে পিআর পদ্ধতি প্রবর্তন করে গণভোটের মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন সময়ের দাবি।

আরও পড়ুন: চবি ছাত্রসংসদ নির্বাচনে বিতর্ক: হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে, অভিযোগ ছাত্রদলের