পরিবেশ রক্ষায় হাওড়ে এক হাজার কোটি টাকার প্রকল্প স্থগিত করল একনেক

কিশোরগঞ্জসহ দেশের আটটি জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত “জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পটি স্থগিত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: প্রশাসনে রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
প্রকল্পটির প্রস্তাব দিয়েছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি)। মোট ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২৬৮ কোটি ৮০ লাখ টাকা, যার মধ্যে সরকারি তহবিল থেকে ৩০৫ কোটি, আন্তর্জাতিক সংস্থা ইফাদের ঋণ ৮৫১ কোটি, এবং ডানিডার অনুদান ১০৯ কোটি ৮০ লাখ টাকা ছিল।
সভায় প্রকল্পটি উপস্থাপন করা হলে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আপত্তি জানান। তিনি বলেন, “হাওর অঞ্চলে পরিবেশ নষ্ট করে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না।”
আরও পড়ুন: সিভিল এভিয়েশন একাডেমিতে ‘এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজারস কোর্স’ সমাপ্ত
তার আপত্তির পর একনেক সভা প্রকল্পটি অনুমোদন না দিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পের অবকাঠামো নির্মাণ সংক্রান্ত অংশ বাদ দিয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকল্পটির মূল লক্ষ্য ছিল হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীবিকায়ন উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা জোরদার করা। তবে পরিবেশগত ঝুঁকি বিবেচনায় নিয়ে পুনর্মূল্যায়ন শেষে তা পরবর্তীতে অনুমোদনের সম্ভাবনা রয়েছে বলে একনেক সূত্রে জানা গেছে।