বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করেছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগে শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত নেতারা আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে বিএনপির উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিতর্ক এড়াতে উপদেষ্টাদের জন্য ‘অধ্যাদেশ’ জারির আহ্বান ফাওজুলের
প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া নেতারা হলেন—ময়মনসিংহ দক্ষিণ জেলার ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল, নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন এবং একই জেলার সাবেক সদস্য মো. আলি সরকার।
দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হলেও সাম্প্রতিক সময়ে তারা কেন্দ্রীয় দপ্তরে আবেদন করেন এবং নিজেদের অবস্থান পরিষ্কার করেন। যাচাই-বাছাই শেষে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: যমুনায় যেতে চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা, শাহবাগে আটকে দিলো পুলিশ





