প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না: মাহফুজ আলম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৩৮ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংঘাত এড়ানোর জন্য প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ: মাহফুজ আলম 

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও, সমাজে সংঘাতের প্রবণতা এখনো দৃঢ় রয়েছে। 

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর কখনও ‘রাতের ভোট’ হবে না: অধ্যাপক আলী রিয়াজ

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে ‘মাজার সংস্কৃতি - সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শিরোনামের জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না, তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। সরকার বদলালেই মসজিদের ইমাম পরিবর্তন হয়ে যায়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানও বদলে যায়।

আরও পড়ুন: আলোচনায় গণভোটে ‘হ্যাঁ-‘না’ প্রচারণা

তিনি আরও জানান, মুসলিমদের ঐক্যবদ্ধ করার বিষয়ে পূর্ববর্তী রাজনৈতিক নেতৃত্ব কোনো কার্যকর ভূমিকা নেননি। কেউ সুন্নিদের, কেউ কওমিদের ব্যবহার করেছেন। অনেকেই রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চেয়েছেন, কিন্তু এ অঞ্চলের ইসলামের ইতিহাস জানেননি।

তথ্য উপদেষ্টা বলেন, নিজেকে রক্ষা করার জন্যই সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ছিল। এখানেই ধর্মীয় রাজনীতি আটকে গেছে। কওমি রাজনীতিতেও একই পরিস্থিতি।

সংলাপে তিনি আরও জানান, মাজারে আক্রমণের পর অনেককে গ্রেফতার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে।