জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধি দল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১১ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:১১ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের ১৪ মাস, মেলেনি অনেক হিসাব

এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন, দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, এর আইনি ভিত্তি ও সনদের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম

অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন সহ-সভাপতি আলী রীয়াজ সহ কমিশনের অন্যান্য সদস্যরা।

বৈঠকে রাজনৈতিক প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য গঠনের রূপরেখা, প্রশাসনিক সংস্কার, এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে।