গণপূর্ত অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:০৩ পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপূর্ত অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন খালেকুজ্জামান চৌধুরী। তিনি এর আগে একই অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রজ্ঞাপনে বলা হয়, মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে এই নিয়োগ কার্যকর হবে। একই সঙ্গে বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারকে রিজার্ভে পাঠানো হয়েছে। ২০২০ সালে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ শামীম আখতার। এর আগে তিনি হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

অধিদপ্তরের সূত্রে জানা গেছে, শামীম আখতারের চাকরির মেয়াদ আগামী ডিসেম্বর মাসে শেষ হবে, এবং তিনি তখন অবসরে যাবেন। তবে মেয়াদ শেষের দুই মাস আগেই তাঁকে রিজার্ভে পাঠানো হয়েছে।

গণপূর্ত অধিদপ্তর (Public Works Department - PWD) দেশের সরকারি অবকাঠামো উন্নয়ন, ভবন নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও প্রকৌশল কার্যক্রম বাস্তবায়নের মূল সংস্থা হিসেবে কাজ করে।