ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নিজ জেলা বা শ্বশুরবাড়িতে ডিসি-এসপি-ইউএনওদের পদায়ন নয়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:০৮ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার (২৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্তগুলো জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, মাঠ প্রশাসনে, বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওসহ বিচারিক দায়িত্বে এমন কাউকে পদায়ন করা হবে না, যিনি গত তিনটি নির্বাচনে ভূমিকা রেখেছেন। ন্যূনতম অংশগ্রহণ থাকলেও তাদের এই নির্বাচনে দায়িত্ব দেয়া হবে না।

আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই: নাহিদ ইসলাম

শফিকুল আরও জানান, পদায়নের ক্ষেত্রে কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা, শারীরিক যোগ্যতা, কর্মদক্ষতা এবং গণমাধ্যমে অনিয়মের প্রতিবেদন রয়েছে কিনা—সবকিছু বিবেচনা করা হবে। সবচেয়ে ফিট কর্মকর্তাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্বে রাখা হবে। তবে নিজ জেলা বা শ্বশুরবাড়ির এলাকায় কাউকে পদায়ন করা হবে না, এবং তাদের আত্মীয় নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা তাও দেখা হবে। আগামী ১ নভেম্বর থেকে পদায়ন কার্যক্রম শুরু হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টাও সভায় জানিয়েছেন যে পুলিশের পদায়নের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে। ৬৪ জেলার এসপিদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির শ্রম সম্পাদক নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক