প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্তির ব্যাখ্যা দিল ইসি
নির্বাচন কমিশন (ইসি) ২০২৫ সালের নির্বাচনের জন্য প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে। এটি তালিকার ১০২ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রতীক সংযোজনের বিষয়টি ব্যাখ্যা করতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “কোনো দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করেছে। আগের ১৬ প্রতীক বাদ দিয়ে নতুন করে মোট ১১৯টি প্রতীক রাখা হয়েছে।”
আরও পড়ুন: ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে : মির্জা ফখরুল
এছাড়া তিনি জানান, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো সম্পূর্ণ করা হবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করা হচ্ছে, যেখানে বিভিন্ন স্কুল-কলেজ এবং সরকারি ব্যাংকের কর্মীদের দায়িত্ব দেওয়া হবে। ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি। প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার থাকবে।
দূর্গম এলাকায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছানোর জন্য হেলিকপ্টার সার্ভিস ব্যবহার করা হবে। হেলিপ্যাড চিহ্নিত করা হবে উপজেলা প্রশাসনের মাধ্যমে।
আরও পড়ুন: ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ই চায় এনসিপি
নির্বাচনি প্রচারণায় তথ্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। বাংলাদেশ টেলিভিশন ও বেতার ছাড়াও সংসদ টিভি এবং বিটিভি নিউজ ভূমিকা রাখবে।
ঋণখেলাপি এবং বাজেট সংক্রান্ত তথ্য যথাযথভাবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে। এছাড়া শান্তিশৃঙ্খলা রক্ষা এবং পাবলিক স্কুল ও কলেজের পরীক্ষা ভোটের সময়সূচির সাথে যাতে সংঘর্ষ না হয়, সে ব্যাপারে স্থানীয় ও মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।





